চৈত্রের প্রথম কালবৈশাখী গ্রামীণ হাওড়ার আলুর ক্ষতির আশংকা!

কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ

মরসুমের প্রথম কালবৈশাখীর ঝড় ও বৃষ্টি গ্রামীণ হাওড়ায়। সোমবার সন্ধে থেকে প্রবল বৃষ্টি ও ঝড়ে হয় আমতা, জয়পুর, উদয়নারায়ণপুর থানার বিস্তীর্ণ এলাকায়। জমিতে আলু ওঠার মুখে ঝড়বৃষ্টি ক্ষতির আশংকায় কৃষকদের একাংশ। দোলে সকাল থেকেই ছিল রৌদ্রজ্জ্বল আকাশ ছিল গ্রামীণ হাওড়ায়। তবে সন্ধে সাড়ে ৬টায় শুরু হয় বজ্রবৃষ্টি। একি সঙ্গে ঘন্টায় প্রায় ৫০ গতিতে বইতে থাকে ঝড়। কৃষকদের জমির আলু এখনো অনেক জায়গায় তোলা সম্পূর্ণ হয়নি। ফলে সমস্যায় পড়েছেন কৃষকেরা। আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস ছিল উত্তরবঙ্গে বৃষ্টির। কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় ঝড়বৃষ্টি শুরু হয় সন্ধে থেকেই।

উদয়নারায়ণপুরের রাজাপুর, সিংটি, পুরপাট, ভবানীপুর এলাকায় কৃষকদের জমির আলু এখনো সম্পূর্ণ ওঠেনি। এও সময় বজ্রবৃষ্টি হওয়ায় কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হবে এমনটাই জানাচ্ছেন কৃষক অসিম কোলে, রবিন বেরা, ইনামুল শেখ। প্রত্যেকের কথায় চৈত্র মাসের সবে দশ দিন হয়েছে। এই সময় বজ্রবৃষ্টি ফসলের ক্ষতি করবে। তবে বাদাম সহ অন্যান্য ফসলে উপকার হবে। এই বৃষ্টির জেরে পাম্প বসিয়ে জল দেবার প্রয়োজন পরবে না। তবে আলু চাষের জমিতে জল জমলে সেক্ষেত্রে ক্ষতির আশংকা প্রবল।

কৃষি আধিকারিকদের কথায়, আলু চাষের একটা বড়ো অংশের আলু উঠে গিয়েছে। যেসব জমিতে দেরিতে আলু চাষ হয়েছে সেখানে কিছুটা সমস্যা হবে। তবে বৃষ্টি দীর্ঘমেয়াদি না হওয়ার সম্ভাবনা প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *