মালদহে গঙ্গার জলে বিধ্বংসী ভাঙনের কবলে গঙ্গা তীরবর্তী এলাকা
রাজন্যা নিউজ ব্যুরো
মালদায় গঙ্গায় ভাঙ্গন ভয়াবহ আকার নিচ্ছে। মানিকচকের ভূতনির চর এলাকা কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নদী বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করেছে। বাঁধ দ্রুত মেরামতি না হলে পরস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠবে। গঙ্গা ও ফুলহার পরস্পর মিশে যেতে পারে এমনি আশঙ্কা করছেন এলাকার মানুষ জন।