শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট

রাজন্যা নিউজ ব্যুরো

শর্তসাপেক্ষে হলেও মিলল মেলার ছাড়পত্র। গঙ্গাসাগর মেলা করতে থাকল না বিধিনিষেধ। শুক্রবার কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানায়, বন্ধ হচ্ছে না গঙ্গাসাগর মেলা। তবে মেলায় ভিড় নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। হাইকোর্টের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি মেলায় কোভিড বিধি মানা হচ্ছে কিনা নজরদারি করবে এমনটাই জানা গেছে।

এ বছর কী গঙ্গাসাগর মেলা হবে ক’দিন ধরে এই প্রশ্ন ঘুরছিল সর্বত্র। মেলা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। ওই মামলায় শুনানিতে রায় দিতে গিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছে, ওই কমিটির সদস্যেরা মেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করবেন। তাঁরা মনে করলে মেলা বন্ধের নির্দেশ দিতে পারেন।

শর্তসাপেক্ষে হলেও মেলার অনুমতি মেলায় আপাতত মেলা নিয়ে জট কাটলো বলেই মনে করছে রাজ্য সরকার। এ বছর মেলা ১৩ তারিখ থেকে শুরু হয়ে চলবে ১৫তারিখ অবধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *