সিবিআই তদন্তে নয় সিট-এর উপর আস্থা রাখল হাইকোর্ট

রাজন্যা নিউজ

আনিস কান্ডে সিট-এর তদন্তেই আস্থা রাখল হাইকোর্ট। সিবিআইকে মামলার হস্তান্তরের প্রয়োজন নেই বলেও জানায় হাইকোর্ট। ছেলের মৃত্যুর তদন্ত সিবিআইকে না দেওয়ায় ‘ব্যথিত’ পিতা ডিভিশন বেঞ্চে-এর শরণাপন্ন হতে চলেছেন। আনিসের পিতা সালেম খানের কথায়,”সিবিআই তদন্ত না হলে আনিসের খুনি ধরা পড়বে না!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *