এক ঘন্টায় মায়াপুর বৃহস্পতিতেই বাণিজ্যিক রান হাওড়া-কামাখ্যা বন্দে ভারতের

কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ

ভোটমুখী বঙ্গে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। হাওড়া থেকে এই ট্রেন অসমের কামাখ্যা পৌঁছে যাওয়া যাবে। আজ বৃহস্পতিবার থেকে যাত্রী নিয়ে ছুটবে। পূর্ব রেলের তরফে এই ট্রেনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। খুশির খবর এই ট্রেনটি মায়াপুর ছুঁয়ে যাবে। স্লিপার বন্দে ভারতের স্টপেজ রয়েছে নবদ্বীপ ধাম স্টেশনে।

শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ, যা বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বছরভর লক্ষ মানুষের ভিড়ে জমজমাট থাকে এলাকা। হাওড়া বা শিয়ালদহ থেকে নবদ্বীপ ধাম বা কৃষ্ণনগর পর্যন্ত লোকাল ট্রেন পাওয়া যায়। এবার যুক্ত হচ্ছে স্লিপার বন্দে ভারত। হাওড়া থেকে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে ছেড়ে সন্ধে ৭টা বেজে ৩৮ মিনিটেই ট্রেনটি পৌঁছে যাবে নবদ্বীপ ধাম। নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে রাত ১টা ৪০ মিনিটে এবং সকাল ৮টা বেজে ২০মিনিটে পৌঁছে যাবে কামাখ্যা। তবে বুধবার এই ট্রেন চলবে না।

নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো বা অটো রিকশায় পৌঁছে যাওয়া যায় মায়াপুর যাওয়ার লঞ্চ ঘাট। সেখান থেকে নদী পার হয়ে যেতে হবে মায়াপুর হুলোর ঘাটে। সেখান থেকে টোটো বা পায়ে হেঁটে মায়াপুরের মন্দির। এটাই মায়াপুরে যাবার একটি পরিচিত পথ। এতদিন লোকাল ট্রেনের যাত্রার পরিবর্তন হিসাবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আজ ২২ জানুয়ারি থেকে যাত্রী নিয়ে ছুটবে। যা মায়াপুর-নবদ্বীপ যাওয়া মানুষের কাছে অত্যন্ত খুশির খবর। একিই সঙ্গে কামাখ্যা যাওয়াও আরও সহজ হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *