শারদ উৎসবে গ্রামবাসীদের বস্ত্র দিলেন বিধায়ক, বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী ফেডারেশন
কল্যাণ অধিকারী
শারদ উৎসবের প্রাক্কালে আমতা-২ ব্লকের খালনায় বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে গ্রামবাসীদের বস্ত্র উপহার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রবিবার। গ্রামবাসীদের বস্ত্র উপহার স্বরুপ তুলে দিচ্ছেন আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরামর্শে শারদ উৎসবের প্রাক্কালে বিধায়ক সুকান্ত পাল উদ্যোগ নিয়ে গ্রামবাসীদের বস্ত্র তুলে দিলেন। সুকান্ত পালা জানান, “বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর দিনগুলি সকলে আনন্দে কাটুক এই কারণেই গ্রামবাসীদের বস্ত্র তুলে দিলেন।” সমগ্র ব্যবস্থাপনায় খালনা অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিবার।
এদিন অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের চক এলাকায় গ্রামবাসীদের রান্না করে খাদ্যদ্রব্য তুলে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন (স্বাস্থ্য শাখা) হাওড়া জেলা। রবিবার দুপুরে বন্যার্ত গ্রামবাসীদের ভাত মাংস সহ খাদ্যদ্রব্য তুলে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন (স্বাস্থ্য শাখা) হাওড়া জেলার কার্যকর্তারা। একি সঙ্গে স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। অন্যদিকে আমতার দ্বীপ এলাকা চিতনানে বন্যা দুর্গত মানুষদের হাতে বস্ত্র এবং ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল। ছিলেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেলোয়ার হোসেন মিদ্যা।