প্রেমের টানে নাবলক প্রেমিকের সঙ্গে ঘর ছাড়লেন দুই সন্তানের মা

কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট

প্রেমের কোন বয়স হয় না, প্রেমের সামনে বাধা বলে কিছুই হয় না। হ্যাঁ এমনটাই করে দেখালেন ময়নার গৃহবধূ। সন্তানকে কোলে নিয়ে নাবালক প্রেমিকের সঙ্গেই ঘর ছাড়লেন। অনেকটা মনে করাচ্ছেন হাওড়ার বালি এলাকার বছর দুয়েক আগে দুই জা-এর ঘটনা। দুই রাজমিস্ত্রির প্রেমে পড়ে দুই জা স্বামীর ঘর ছেড়েছিলেন। পুলিশ অনেক কষ্টে তাঁদের পাকড়াও করে এনেছিল।

ঘটনাটি ঘটেছে ময়না থানা এলাকার। মোবাইলে মিসড কল থেকেই পরিচয়। তারপর পরিচয় থেকেই প্রেমের সূত্রপাত। সেই প্রেমের টানে নাবালক প্রেমিকের হাত ধরে পালালেন তিলখোজা গ্রামের দুই সন্তানের মা। এখানেই শেষ নয়! প্রেমিকের বাড়িতেই দু’জনে উঠেছেন। গৃহবধূর এমন কান্ডে হুলুস্থুল। খবর দেওয়া হয় ময়না থানায়। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে যুগলকে নিয়ে যাওয়া হয় থানায়। ডাকা হয় দুপক্ষকেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, আট বছর আগে বিয়ে হয় গৃহবধূর। রয়েছে দুই ছেলে। বড় ছেলে স্কুলের মেসে থেকে পড়াশোনা করছে। ছোট ছেলে পাঁচ বছরের। স্বামীর সঙ্গে বনিবনা হয় না। প্রায় সময় ঝগড়া হয়। এর জেরে বাপের বাড়ি চলে যায় গৃহবধূ। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। সম্প্রতি সিদ্ধান্ত নেন বাড়ি ছাড়ার। সেইমতন প্রেমিকের হাত ধরে তাঁর বাড়িতেই ওঠে। নাবালক ছেলের এহেন কান্ডে হতচকিত বাবা-মা। এরপর রাতেই ময়না থানায় নিয়ে যাওয়া হয়। ডাকা গৃহবধূর স্বামীর বাড়িতেও।

ময়না থানার পক্ষ থেকে দুপক্ষকেই ডেকে আনা হয়। দীর্ঘ আলোচনা শেষে দুজনকে দুজনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাংবাদিকদের জানিয়েছেন, গৃহবধূর স্বামীর সঙ্গে কথা বলে তাঁদের সম্পর্ক জোড়ার চেষ্টা চলছে। এতকিছুর পরেও নাবালক প্রেমিকের আগামী সিদ্ধান্তের অপেক্ষায় থাকা গৃহব্ধূ স্বামীর ঘরেই ফিরেছেন এমনটাই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *