বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হল খুশি সাবসিট-কল্যাণপুরের মানুষ

কল্যাণ অধিকারী

কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছানোর রাস্তা সংস্কারের কাজ শুরু করল প্রশাসন। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে আমূল সংস্কার হবে। আগামী দু মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে আশা করছেন বিধায়ক থেকে প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে রাস্তার সূচনা করলেন আমতার বিধায়ক।

জানা গেছে, সাবসিট গ্রাম পঞ্চায়েতের সত্যপীর তলা থেকে পানিত্রাস শরৎ রোড প্রায় তিন কিমি দুশো মিটার পথ। দীর্ঘদিন সংস্কার হয়েছিল না। মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছিল। সাবসিট এবং কল্যাণপুর দুই গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে এই রাস্তাএক কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ শুরু হল এদিন। কাকটিয়া-মাসিহারা সহ একাধিক গ্রামের প্রায় সাত-আট হাজার মানুষ বাস করেন। তাঁরা প্রত্যেকে উপকৃত হবেন। এলাকার মানুষের কথায়, বহুদিন ধরেই এলাকার মানুষ রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিল। অবশেষে এই রাস্তা সংস্কার শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরই যন্ত্রণা লাঘব হবে।

আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, সত্যপীর তলার কাছে মানকুর-বাগনান রোড থেকে দেউলটি-কল্যাণপুর রাস্তা শরৎ মোড় পর্যন্ত সম্প্রসারিত। এই রাস্তার কাজ ব্লাকটপ হচ্ছে। আজ গ্রামবাসীদের উপস্থিতির মধ্য দিয়ে শুরু করা হল। আগামী দু মাস সময় লাগবে সম্পূর্ণ হতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *