ঘরের মেয়ে সাজদা জিতেছেন আনন্দে ভাসছেন দ্বীপাঞ্চলের মানুষজন
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
উলুবেড়িয়া লোকসভায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ জিততেই সবুজ আবীরখেলো আনন্দে মেতে উঠলেন দ্বীপাঞ্চলের মানুষজন। কুলিয়া বাঁশের সেতুর এপারে স্ট্যান্ডের রাস্তার পিচ ছিল আবীরমাখা। গ্রামের মোড়ে আবীরখেললেন মানুষজন। ঘরের মেয়ের জয়ে দ্বীপাঞ্চলের মহিলারা বাড়িতে বাড়িতে আবীরখেলায় মাতলেন।
একটা সময় সুলতান আহমেদ দ্বীপাঞ্চলের মানুষের কাছের ছিলেন। তার মৃত্যুর পর সাজদা আহমেদ ঘরের মেয়ে হয়ে গিয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই এলাকার মানুষজন দল বেঁধে উলুবেড়িয়ায় গণনা কেন্দ্রে পৌঁছেছেন। যত রাউন্ড এগিয়েছে ফোন পৌঁছেছে ভাটোরা চিতনান এলাকায়। দুপুর থেকেই আনন্দে নাচতে শুরু করে দেন এলাকার মানুষজন। আবীরখেলায় মেতে ওঠেন।
সুখদেব, রবীন, আনিমুল, মনিরুল প্রত্যেকের কথায়, আমাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলিয়া ব্রিজ করে দিচ্ছে। আমরা এতদিন কতো সমস্যার মধ্য দিয়ে গিয়েছি। এবার পাব ব্রিজ। আমাদের একশো দিনের বকেয়া টাকা মোদি সরকার দেয়নি। মমতা দিদি এবং অভিষেকদা সেই টাকা দিয়েছেন। তৃণমূলের বিধায়ক-এমপিদের অনেক অপমান করেছে বিজেপি। জেলে পাঠিয়েছে। আমরা দৃরপ্রতিজ্ঞ ছিলাম। নেত্রীর নির্বাচিত প্রার্থী সাজদা আহমেদকে উজাড় করে ভোট দিয়েছি। আজ আনন্দের দিন। সবুজ আবীরখেলার দিন।
সাজদা আহমেদ ভোট প্রচারে দ্বীপাঞ্চলের মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। আমতার বিধায়ক সুকান্ত পালকে সঙ্গে নিয়ে রোড শো করেন। এদিন সুকান্ত পাল জানান, এই জয় মা মাটি মানুষের জয়। প্রথম দিন থেকে প্রচারে আমরা দেখেছি মানুষজন এগিয়ে এসেছেন। পাশে থেকেছেন। তপ্ত গরমে গলদঘর্ম অবস্থায় তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকসি মাঠে সভা করেছেন। আমতায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। এদিনের ফলাফল সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে।LikeComment