হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া ব্যক্তির প্রাণ ফেরালেন পুলিশ
রাজন্যা নিউজ ব্যুরো
স্কুটারে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান জনৈক ব্যাক্তি। বন্ধ হয়ে গিয়েছিল হৃদপিণ্ডের স্পন্দন। পুলিশের তৎপরতায় ফিরল প্রাণ। তেলঙ্গানার করিমনগরের ঘটনা ভাইরাল। ওই ব্যাক্তির নাম আফজল খান।
পুলিশ কনস্টেবল খলিল ডিউটিতে ওই এলাকায় ছিলেন। াহত ব্যাক্তিকে রাস্তার ধারে শুইয়ে বুক চেপে চেপে চেষ্টা কুরেন প্রাণ ফেরানোর। খানিকক্ষণ পরেই চোখ মেলে তাকান আফজল। প্রাণ ফিরে পান তিনি। এরপরে থেকেই পুলিশ কনস্টেবল খলিলের প্রশংসায় নেটিজেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায়।