ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেললাইনের অনেকাংশ সম্পূর্ণ ২০২৬-এ ট্রেন চলাচলের সম্ভাবনা

কল্যাণ অধিকারী

ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত ট্রেন পথে যাত্রা করতে পারবেন। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। ট্র্যাক স্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে। মনে করা হচ্ছে ২০২৬ সালের শেষ নাগাদ দিল্লি থেকে সরাসরি কর্ণপ্রয়াগ যেতে পারবেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, ১২৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ প্রকল্পের মধ্যে ১০৫ কিলোমিটার জুড়ে ৩৫টি সেতু এবং ১৭টি টানেল নির্মাণ করা হয়েছে। এর মধ্যে দেবপ্রয়োগ এবং লছমোলির মধ্যে ১৫.১ কিলোমিটার দীর্ঘ টানেলও রয়েছে। যা শুধুমাত্র উত্তরাখণ্ডে নয় দেশের বৃহত্তম টানেল হতে চলেছে।

জানা যাচ্ছে, মোট ১৩টি স্টেশন থাকবে। ঋষিকেশ, মুনি কি রেতি, শিবপুরী, মঞ্জিলগাঁও, সাকনি, দেবপ্রয়াগ, কীর্তিনগর, শ্রীনগর, ধরি, রুদ্রপ্রয়াগ, ঘোলতীর, ঘোচর এবং কর্ণপ্রয়াগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *