৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন খোলায় সায় রাজ্যের
রাজন্যা নিউজ
শনিবার থেকে খুলে গেল সেলুন। রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা যাবে সেলুন পার্লার। বাড়তে থাকা সংক্রমণের মধ্যেই সেলুন খোলার বিষয় নরম রাজ্য।
সংক্রমণের কথা ভেবে ট্রেন সহ বেশকিছু বিষয় কড়াকড়ি সিদ্ধান্ত জানায় রাজ্য সরকার। এরপর থেকেই শুরু হয় লকডাউন জল্পনা। রাত সাতটার পরে লোকাল ট্রেন চলাচল করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। সিদ্ধান্ত হয় শেষ লোকাল ছাড়বে রাত দশটায়। সেলুন খোলার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয় ওই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। স্বাস্থ্য সচেতনতা মেনেই কাজ করবে। এরপরেই ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন খোলায় সায় রাজ্যের এমনটাই সূত্রের খবর।