লক্ষ্য লোকসভা নির্বাচন, উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস
রাজন্যা নিউজ ব্যুরো
ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেবে না কংগ্রেস। সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ফলে ভবানীপুর উপনির্বাচনে সিপিএমের সঙ্গে জোটে না গিয়ে লোকসভা ভোটের আগে কার্যত মমতাকে বার্তা দেওয়া হল।
ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে প্রার্থী দিতে রাজি নন খোদ অধীর চৌধুরী। ক’দিন আগেই তা নিজেই স্পষ্ট করেছিলেন। তারপরেও বিষয়টিকে দিল্লির ১০ জনপথে ঠেলে দিয়েছিলেন। দিল্লির সবুজ সংকেত মিলতেই বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে অধীর চৌধুরী স্পষ্ট করে দিলেন। তিনি সাংবাদিকদের জানান, ‘‘কংগ্রেস দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস কোনও প্রার্থী দেবে না। কোনও প্রচার করবে না।’’ এতে করেই জল্পনা ছড়িয়েছে এরপর সিপিএম-কংগ্রেস জোট বাস্তবে রইল ?
গত জুলাই মাসের শেষ সপ্তাহে দিল্লি সফরে কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেন। দিল্লির ১০ জনপথে গিয়ে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে অনেকটাই কাছাকাছি মমতা-সনিয়া। দেশের ক্ষমতা বদলাতে তাঁদের একসঙ্গে লড়াই করাটা অত্যন্ত জরুরী। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভবানীপুর কেন্দ্রে প্রার্থী না দেওয়ার মধ্য দিয়ে লোকসভা ভোটে জোটের সম্ভাবনা আরও জোরালো হল।
ছবি সংগৃহীত।