কোভিশিল্ডের দু’টি টিকার ব্যবধান বাড়ানো হল ১২ থেকে ১৬ সপ্তাহ, তা নিয়ে সোশ্যাল মাধ্যমে প্রশ্ন তুলছেন অনেকে
কোভিশিল্ডের দু’টি টিকার ব্যবধান প্রথমে ছিল ৪ সপ্তাহ। পরে ৬-৮ সপ্তাহ। এবার ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ ! হ্যাঁ এই প্রস্তাব গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এমনিতেই করোনা নিয়ে বিভ্রান্তি চরমে। ভ্যাকসিন নিতে গিয়ে দীর্ঘ লাইন ঠেলতে হচ্ছে। তারপরও মিলছে না। এমন একটি পরিস্থিতিতে ঘন-ঘন দিন বদল। পর্যাপ্ত টিকা তৈরি হচ্ছে না বলেই কি বারবার দুটি ডোজের ব্যবধান বাড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মাধ্যমে প্রশ্ন তুলছেন অনেকে।
ভ্যাকসিন নেবার জন্য প্রতিদিন সর্বত্র কার্যত হাহাকার। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিহারের বক্সারের কাছে গঙ্গায় এবং উত্তরপ্রদেশে যমুনা নদীতেও ভেসে বেড়াচ্ছে পচা-গলা মৃতদেহ! এমন বীভৎস দৃশ্য দেখে আতঙ্ক ছড়াচ্ছে। ভ্যাকসিন নেওয়া কেই অগ্রাধিকার দিচ্ছে আম জনতা। এমন একটি সময়ে কোভিশিল্ডের দু’টি টিকার ব্যবধান বাড়ানো হল ১২ থেকে ১৬ সপ্তাহ। অনেকে বলতে শুরু করেছে ক’দিন পরে বলবে ভ্যাকসিনের প্রথম ডোজ একবছর পর নিতে হবে।
সংবাদ সংস্থা থেকে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্যানেল সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে সময়সীমা বাড়ানোর সুপারিশ করেছে। ব্যবধান হোক ১২ থেকে ১৬ সপ্তাহ। প্রস্তাব গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান রয়েছে ৬ থেকে ৮ সপ্তাহ। এবার থেকে দুই ডোজের ব্যবধান হবে ১২ থেকে ১৬ সপ্তাহ। এইভাবে ব্যবধান বাড়ানো নিয়ে সোশ্যাল মাধ্যমে সরব হয়েছে নেটিজেন।