বহু প্রতীক্ষিত চন্দ্রগ্রহণ দেখল বিশ্ব
রাজন্যা নিউজ
বহু প্রতীক্ষিত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেল রবিবার রাতে। এই বিরল মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করতে অপেক্ষায় ছিল গোটা বিশ্ব।দীর্ঘ সময় ধরে চাঁদের আকাশযাত্রা ঢাকল পৃথিবীর ছায়ায়, আর তখনই সামনে এল চাঁদের রক্তরূপ। চাঁদের এই অপরূপ পরিবর্তন দেখে আপ্লুত দুনিয়া।
চন্দ্রগ্রহণ শুধু বিরল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগই নয়, পাশাপাশি বিজ্ঞানকে সহজ ভাষায় ব্যাখ্যা করারও এক বিরাট ক্ষেত্র রচনা হল বলে মনে করছেন বিজ্ঞানীরা।
ছবি অসীম পাল

