মতুয়া মহলেই আনম্যাপড ভোটার বেশি
রাজন্যা নিউজ ব্যুরো, কলকাতাn মঙ্গলবার নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরে দেখা গিয়েছে, তালিকায় সর্বোচ্চ সংখ্যক আনম্যাপড ভোটার হিসেবে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। আনম্যাপড ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে সেইসব ভোটারকে ২০০২ এবং ২০০৫ সালে এসআইআর চলাকালীন যাঁদের নাম কিংবা যাঁদের বাবা-মায়ের নাম পূর্ববর্তী চূড়ান্ত ভোটার তালিকায় ম্যাপড হয়নি। মতুয়া সম্প্রদায় পশ্চিমবঙ্গের বাসি¨া সর্ববৃহৎ তফশিলি সম্প্রদায়। এদিন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, মতুয়া অধ্যুষিত এলাকা নদিয়া দক্ষিণের ২ লক্ষ ৫০ হাজার ভোটারের মধ্যে ২ লক্ষ ভোটার আনম্যাপড। এছাড়া মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগনার নানা এলাকায় আপম্যাপড ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। উত্তর ২৪ পরগনা ও নদিয়ার অধিকাংশ কেন্দ্রে বিগত নির্বাচনে বিজেপি জিতেছিল।
এদিন নির্বাচন কমিশন সূত্রে আনম্যাপড ভোটার সম্পর্কিত পরিসংখ্যান মিলেছে। উত্তর ২৪ পরগনায় শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরের আসন গাইঘাটায় সবচেয়ে বেশি আপম্যাপড ভোটার রয়েছেন। ১৪ দশমিক ৫ শতাংশ। এছাড়া হাবড়ায় ১৩ দশমিক ৬ শতাংশ, বাগদায় ১২ দশমিক ৭ শতাংশ, কল্যাণীতে ১১ দশমিক ৯ শতাংশ, অশোকনগরে ১১ দশমিক ৮ শতাংশ, বনগাঁ উত্তরে ১১ দশমিক ৩ শতাংশ, রানাঘাট উত্তর-পূর্বে ১১ দশমিক ২ শতাংশ, বনগাঁয় ১০ দশমিক ৮ শতাংশ, কৃষ্ণগঞ্জে ১০ দশমিক ৪ শতাংশ, রানাঘাট উত্তর-পশ্চিমে ১০ দশমিক ৩ শতাংশ, রানাঘাট দক্ষিণে ৯ দশমিক ৩ শতাংশ, চাকদহে ৯ শতাংশ, শান্তিপুরে ৮ দশমিক ৫ শতাংশ, কৃষ্ণনগর উত্তরে ৭ দশমিক ৫ শতাংশ এবং হরিণাঘাটায় ৭ দশমিক ২ শতাংশ ভোটার আনম্যাপড হিসেবে সনাক্ত করা হয়েছে। সংখ্যালঘু এলাকায় নয়, মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার আপম্যাপড।
বরং রাজ্যের মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে আনম্যাপড ভোটারের সংখ্যা স্বল্প। নির্বাচন কমিশন সূত্রের খবর, ভগবানগোলায় আপম্যাপড ভোটার ২ দশমিক ৬ শতাংশ, লালগোলায় ১ দশমিক ১ শতাংশ, সামশেরগঞ্জে ১ শতাংশ, রানিনগরে শূন্য দশমিক নয় শতাংশ, রঘুনাথগঞ্জে শূন্য দশমিক সাত শতাংশ, হরিহরপাড়ায় শূন্য দশমিক ছয় শতাংশ, ডোমকলে শূন্য দশমিক চার শতাংশ এবং মালদার সুজাপুরে আপম্যাপড ভোটারের হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
সূত্রের খবর, যে সমস্ত ভোটার এসআইআরে আনম্যাপড হিসেবে সনাক্ত হয়েছেন ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত চলা শুনানিতে অংশ নিতে পারবেন তাঁরা। এরপর ২০২৭-এর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। মতুয়া সম্প্রদায়ের ভোটারদের নিয়ে এসআইআর পর্বে রাজ্য রাজনীতিতে বিরোধী দলনেতা শুভে¨ু অধিকারী বনাম মুখ্যমন্ত্রী মমতা ব¨্যপোধ্যায়ের তরজা সম্প্রতি তুঙ্গে ওঠে। মমতা এসআইআরের বিরোধিতা করায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বিরোধী দলনেতা শুভে¨ু দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মতুয়াদের ভোট পাবে না। উত্তর ২৪ পরগনার মতুয়াগড়ে মমতার সভার পরই এই দাবি করেন শুভে¨ু।
২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বীরভূমে সভা করতে এসে প্রতিশ্রুতি দেন ধর্মীয় নিপীড়নের কারণে যে সমস্ত বাংলাদেশি উদ্বাস্তু হিসেবে ভারতে এসেছেন তাঁদের নাগরিক অধিকার রক্ষার্থে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চলতি মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে সিএএ মাফিক ভারতীয় নাগরিকত্ব লাভের জন্যে আবেদনকারীদের ওই নিপীড়ন সম্পর্কে প্রমাণ দায়ের করতে হবে। সিএএ কিংবা নাগরিকত্ব সংশোধনী আইনের ৬বি ধারায় প্রমাণ-সহ আবেদন করতে হবে। ফলে মতুয়া সম্প্রদায়ের মধ্যে যাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করবেন সুপ্রিম কোর্টের এই নতুন নির্দেশ তাঁদেরও মানতে হবে। উল্লেখ্য, একটি স্বেচ্ছাসেবী সংস্থার দায়ে করা আর্জির প্রেক্ষিতে এই নির্দেশ সুপ্রিম কোর্টের।
সূত্রের খবর, আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নদিয়ায় একটি জনসভা করতে চলেছেন। এছাড়া রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন। বঙ্গ সফরে এসে এবার খসড়া ভোটার তালিকায় মতুয়া অধ্যুষিত এলাকার সর্বোচ্চ সংখ্যক আনম্যাপড ভোটার নিয়ে কী বলেন মোদি, তাই দেখার।

