আমতা পেল সুপার স্পেশালিটি হাসপাতাল
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
গ্রামীণ হাওড়ার লাখো বাসিন্দাদের জন্য সুখবর। উলুবেড়িয়ার পর এবার আমতা পেল সুপার স্পেশালিটি হাসপাতাল। ICU, ITU, HDU ছাড়াও বিভিন্ন অত্যাধুনিক পরিষেবা থাকছে। গ্রামের মানুষদের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পেতে আর অন্যত্র যেতে হবে না।
আমতা গ্রামীণ হাসপাতালের ঠিক পাশেই গড়ে উঠছে চার তলা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল। বুধবার সাঁতরাগাছি সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন উপস্তিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজি। এর আগে বিধায়কের হাত দিয়েই আমতা গ্রামীণ হাসপাতাল নতুনভাবে সেজে উঠেছে। শয্যা সংখ্যা এবং চিকিৎসকের সংখ্যা বেড়েছে। এর পাশাপাশি হাসপাতালে একাধিক নতুন বিভাগ চালু হয়েছে। এবার আমতা পেল সুপার স্পেশালিটি হাসপাতাল।
২০১১ সালে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পরেই বিভিন্ন জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতন আমতায় ২৮ হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে তৈরি হচ্ছে আটতলা বিশিষ্ট বহুতল হাসপাতাল। ইতিমধ্যে ঝাঁ চকচকে চার তলা বিল্ডিং সম্পূর্ণ। প্রবেশদ্বারে বিশালাকার গেট করা হয়েছে। হাসপাতালের দেওয়ালে লাগানো হয়েছে মনিষীদের ছবি। এদিন তার প্রথম পর্যায়ের কাজের শুভ সূচনা হল। মুখ্যমন্ত্রী যখন ভার্চুয়াল উদ্বোধন করছেন উপস্থিত হাজারো মানুষ হাততালি দিতে থাকেন। এই হাসপাতাল গড়তে ডাক্তার বিধায়ক নির্মল মাজির ভূমিকা অপরিসীম। তাঁর কথায়, ৪৫০ শয্যার আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল আমতার গর্বের। সিটি স্ক্যান, এমআরআই সহ অত্যাধুনিক পরিষেবা পাবেন গ্রামের মানুষজন।