এবার তৃণমূলে প্রত্যাবর্তন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের
রাজন্যা নিউজ ব্যুরো
ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। বিজেপির টিকিটে বিধায়ক হন বিষ্ণুপুরের ডাকাবুকো নেতা তথা বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে শাসকদলে যোগ দেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক।
একুশের বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল ফোটাতে পারেনি তৃণমূল। প্রায় ১১ হাজারের মত ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ। তাঁর প্রাপ্ত ভোট ৪৭ শতাংশ। প্রতিপক্ষ তৃণমূলের অর্চিতা বিদ পান ৪১ শতাংশ। কিন্তু ভোটে জেতার কয়েক মাসের মধ্যেই পুরনো দলে ফিরলেন তন্ময় ঘোষ। তৃণমূলে ফিরে আসায় বিজেপির বিধায়ক এর সংখ্যা আরও কমলো। রাজ্যে বিজেপি বিধায়কের সংখ্যা দাঁড়াল ৭৩।
রাজ্যের উন্নয়ন যজ্ঞে শামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি, তৃণমূলে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের জানান, বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ।