কৃষকদের হুল ফোটাচ্ছে পাহাড়ি প্রতঙ্গ! হাসপাতালে ভর্তি তিনজন
কল্যাণ অধিকারী
বিষাক্ত প্রতঙ্গের হুলে পাঁচজন গ্রামবাসী আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকটি গরুর শরীরে হুল ফুটিয়েছে প্রতঙ্গের দল। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর থানার সেহাগোড়ি গ্রামে। ইতিমধ্যে তিনজনের চিকিৎসা চলছে অমরাগড়ি বিবিধর গ্রামীণ হাসপাতালে এমনটাই গ্রামবাসীদের সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, সেহাগোড়ি-বাকসি ক্যানেলের গায়ে বিঘার পর বিঘা জমিতে সর্ষে মুলা সহ বিভিন্ন শাকসবজির চাষ করেছেন কৃষকরা। সকাল থেকেই জমিতে কৃষিকাজ করে থাকেন গ্রামের মানুষজন। ঝাঁক বেঁধে প্রতঙ্গ ছুটে এসে হামলা চালাচ্ছে এমনটাই তাঁদের দাবি। অন্য একটি সূত্রের খবর, এই ধরনের প্রতঙ্গ এলাকায় প্রথম দেখা মিলেছে। এক যোগে ধেয়ে আসছে হুল ফোটাতে। এমন ঘটনায় অনেকেই জমিতে আসতে ভয় পাচ্ছে। আরও জানা গেছে, সর্ষে, মুলা ফুলের পরাগ সংগ্রহ করতে বিভিন্ন ধরনের প্রতঙ্গ প্রতি বছর আসে। জমির পাশে কোন গাছে বাসা বাঁধে। কিন্তু এ বছর সে প্রতঙ্গ এসেছে তা আকারেও বড়। পাশাপাশি কয়েকদিন ধরে এলাকায় চিল ঘুরছে। হতে পারে ওদের বাসার খোঁজ পেয়েছে। বাসা ঠুকরে দিয়ে থাকার কারণে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত প্রতঙ্গ।
এ প্রসঙ্গে ডিভিশনাল ফরেস্ট অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান, “অন্যান্য জায়গায় এই সময়ে মৌমাছি সহ অন্যান্য প্রতঙ্গের দেখা মেলে। কিন্তু ওই এলাকায় যদি পাহাড়ি প্রতঙ্গ আসে সেক্ষেত্রে প্রতঙ্গের সাইজ বড় হবে। তাদের হুলে মানুষের শরীরে জ্বর আসতে পারে। একসঙ্গে বেশি কামড়ালে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করাতে হবে। ছবি দেখলে বলা যাবে ঠিক কি জাতের প্রতঙ্গ। খোঁজখবর নেওয়া হচ্ছে।”
কয়েক বছর আগে সেহাগোড়ি-বাকসি ক্যানেল কাটার ফলে বছরভর জল থাকে। এর ফলে উপকৃত হয়েছেন হাজার-হাজার কৃষক। কিন্তু পাহাড়ি প্রতঙ্গের হামলার শিকার হচ্ছেন কৃষকরা। এলাকায় পৌঁছে সমস্তটা খোঁজ খবর নেওয়া হবে এমনটাই আমতা-২ ব্লক সূত্রে জানা গেছে।