হাসিমারায় এসে পৌঁছল তিনটি রাফাল যুদ্ধবিমান, র্যাডারে চিন
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
চিনকে চাপে রাখতে বুধবার হাসিমারায় এসে পৌঁছাল তিনটি রাফাল যুদ্ধবিমান। বায়ুসেনার ১০১ স্কোয়াড্রনে সরকারি ভাবে অন্তভুর্ক্ত হল রাফাল বিমান। রাফাল অবতরণ করলে প্রথামাফিক জলকামান দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
প্রায় বছরখানেক আগে ফ্রান্সের কাছ থেকে ভারতে প্রথম বার এসে পৌঁছেছিল রাফাল যুদ্ধবিমান। উত্তর ভারতের আম্বালা বিমানঘাঁটিতে অবতরণ করেছিল রাফাল। দিনটি ছিল বুধবার। তার ঠিক একবছর আগে ভারতের পূর্ব প্রান্তের আকাশসীমার সুরক্ষা আরও মজবুত করতে হাসিমারায় এসে পৌঁছাল তিনটি রাফাল। বস্তুত চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষে বারেবারে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশে। চিনের চোখে চোখে রেখে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে ভারত। রাফাল আসার কারণে ভারতের প্রতিরক্ষা সামর্থ্যে সামরিক দিক দিয়ে একটা বিরাট পরিবর্তন এসেছে। পাকিস্তান তো বটেই চিনকেও বার্তা দেওয়া গেছে এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের।
ভারতীয় বায়ুসেনার প্রধান আরকেএস ভাদৌরিয়া সাংবাদিকদের বলেন,’পরিকল্পনা করেই হাসিমারায় মোতায়েন করা হচ্ছে রাফাল। দেশের পূর্বাঞ্চলে ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বাড়াতেই এই সিদ্ধান্ত’।
উত্তরবঙ্গের সীমানা ঘেঁষা সিকিম-অরুণাচল প্রদেশের মতো রাজ্য। এই রাজ্যের সঙ্গে সীমানায় রয়েছে চিন। হাসিমারায় রাফাল থাকায় দ্রুত সীমান্তে পৌঁছে যেতে পারবে। ফলে সীমান্তে চট করে ঘেঁষতে সাহস পাবে না বলেই বিশেষজ্ঞদের বিশ্বাস। তাঁদের আরও দাবি চীনের আধুনিক জে-২০ জঙ্গি বিমানকে মোকাবিলা করবে রাফাল। ফলে ভারতীয় বিমানবাহিনী অনেকটাই এগিয়ে থাকবে লড়াইয়ে।
ছবি সংগৃহীত।