একরত্তির মুখে পোলিও দিতে হাঁড়িতে ভাসিয়ে নিয়ে এলেন বাবা, মন ভাল করা ছবি জলে ডোবা ক্যানিংয়ের
কল্যাণ অধিকারী, কলকাতা
জলের উপর হাঁড়িতে শুইয়ে রাখা হয়েছে একরত্তিকে। পাশে হাঁড়ি ধরে দাঁড়িয়ে আছেন পিতা। এরপরের দৃশ্য, এগিয়ে আসছেন এক মহিলা আশা কর্মী। শিশুটিকে পোলিও খাওয়ালেন। এ দৃশ্য ক্যানিং এলাকার সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের সিংহেশ্বরী গ্রামের।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ক্যানিংয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। এর মধ্যে পোলিও বার ছিল রবিবার। জল ঠেলে পোলিও দেবার কাজ করাটা মুশকিল ছিল। এমন একটি সময় জলের উপর হাঁড়িতে শুইয়ে পোলিও খাওয়াতে নিয়ে আসা হয়েছে একরত্তিকে। হাঁড়ি ধরে আছে একরত্তির পিতা। এক আশা কর্মীর কথায়, ওই এলাকায় জল থাকায় কোনক্রমে ভেলায় করে যাই পোলিও খাওয়াতে। এরমধ্যেই এক শিশুকে নিয়ে আসে হাঁড়িতে শুইয়ে। তাকে পোলিও খাওয়ানো হয়।
এমন অসাধারণ দৃশ্যটা দেখেই কার না ভালো লাগে। স্বাস্থ্য আধিকারিকদের একাংশের কথায়, ‘স্বাস্থ্য কর্মী, আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যে কাজ চালিয়ে যাবার জন্য তৈরি। এক্ষেত্রে একরত্তিকে দেখেই জল পার করে পৌঁছে গেছেন স্বাস্থ্য কর্মী। পোলিও খাইয়েছেন’।
একরত্তির পিতা নীজামুদ্দিন এর কথায়, “শিশুর মুখে পোলিও টিকা তুলে দেওয়া প্রয়োজন। কিন্তু এলাকায় জল থাকায় কিভাবে নিয়ে যাব চিন্তার মধ্যে ছিলাম। তাই বড় মাপের হাঁড়ির ভিতরে রেখে নিয়ে আসি। পোলিও খাইয়েছেন স্বাস্থ্যকর্মী।”