অফবিট ট্যুরে মজেছে ভ্রমণ প্রিয় মানুষজন, কিন্তু কেন ?

কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ

আধুনিক জীবনযাপন থেকে অনেকটা একাকী থাকতেই অফবিট ভ্রমণ পছন্দের মূল কারণ। প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেরিয়ে ভালোবাসাকে আরও গাড়তর করা। যেখানে থাকবে না সকাল-সন্ধে কোলাহল। সূর্য ওঠার আগে থেকেই পাখির ডাক কানে আসবে। পর্দা সরিয়ে তাকিয়ে থাকা সবুজের দিকে। বনের গন্ধ নাকে পৌঁছাবে। গাছে ফল-ফুল ভরে থাকবে। সবুজের মাঝে বসে কাছের মানুষটির হাতে হাত রেখে পারস্পরিক বিশ্বাস ও সম্মান বাড়বে। এ কারণেই খোঁজ করা অফবিট স্পট।

শরৎ থেকে শীত তারপর বসন্তের দিনগুলিতে হিমালয়ের কোলে দার্জিলিং বা সিমলা অথবা সাগরের নীল জলরাশির পাড়ে পুরী, ভাইজ্যাগ ভ্রমণ তো অনেক হল। ঘিঞ্জি অঞ্চলে আগমনে মন লাগছে না পর্যটকদের। যদি এমনটা হতো নির্জনতায় মোড়া পাহাড়ি গ্রাম অথবা সবুজ জঙ্গলের ভিড়ে একাকী গ্রাম। দিন-রাত গরমাগরম খাওয়াদাওয়া করা যাবে। একটা বিছানার বারান্দাওলা ঘর আর জোছনার আলোয় দুটি মানুষের সম্পর্ক। কিন্তু নিরাপত্তাটা থাকুক প্রমাণ সাইজের।

তবে এখন ট্যুর পেজের দৌলতে সব অফবিট ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে। অফবিট এলাকার মানুষজনের আর্থিক উপার্জন বাড়ছে। আলো জ্বলছে, পথ চওড়া হচ্ছে। লোকাল সাইড সিন দেখানোর গাড়ি মিলছে। বসছে দোকান। ঘর-ঘর ধন ধনা ধন ইন্টারনেট। এক-দুই বছরের মধ্যেই হারিয়ে ফেলছে অফবিট স্পটের তকমা। তারপরো সকলের প্রয়াস থাকবে খুঁজতে অফবিট স্পট ট্যুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *