রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূলের প্রতিনিধি দল

রাজন্যা নিউজ ব্যুরো

রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। রয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম এবং বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়াও রয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্ধ্যোপাধ্যায়, জেলশাসক বিধান রায় সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিরা। কথা বলেন ভাদুর স্ত্রীর সঙ্গে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভাদুর দেহ পৌঁছয় তাঁর বাড়িতে। শেষ শ্রদ্ধা জানাতে ছিল পাড়াপড়শি থেকে স্থানীয় নেতাদের থিকথিকে ভিড়। মঙ্গলবার বিকেলে ভাদুর বাড়িতে পৌঁছে যান ফিরহাদ হাকিম সহ তৃণমূলের একটি প্রতিনিধি দল। কথা বলছেন বড়শাল গ্রাম পঞ্চায়েতের মৃত উপপ্রধান ভাদু শেখের পরিবারের লোকজনের সঙ্গে। এর আগে রামপুরহাট সার্কিট হাউসে পুলিস প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। ছিলেন অনুব্রত মণ্ডল।

ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানান, “আমাদেরই লোককে খুন করবে, অগ্নিকাণ্ড ঘটিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা সহ্য করা হবে না’। তিনি আরও বলেন, ‘ডিজিপিকে বলেছি অপরাধীদের গ্রেফতার করতে হবে। রাজ্যকে বদনাম করতে চক্রান্ত, আমাদের উপপ্রধানকে খুন করা হল, তারপর একই পাড়ায় বাড়িতে আগুন লাগানো হল’।

Pic collected

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *