সাগরদিঘিতে ব্লক সভাপতিকে প্রার্থী করে চমক দিল তৃণমূল

কল্যাণ অধিকারী

সাগরদিঘি উপনির্বাচনে ব্লক সভাপতিকে প্রার্থী করে চমক দিল তৃণমূল। উপনির্বাচনে দিনক্ষণ ঠিক হতেই কে প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়। প্রাক্তন রাষ্টপ্রতি প্রণব মুখোপাধ্যায় পুত্রের নাম ভাসছিল। জল্পনাকে উড়িয়ে বাস্তবে প্রার্থী হলেন সাগরদিঘি বিধানসভার ব্লকের সভাপতি দেবাশীষ ব্যানার্জি।

ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ সাগরদিঘি বিধানসভা আসনে উপনির্বাচন। গত সোমবার সাগরদিঘি প্রশাসনিক কাজে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অনেকেই ভেবেছিলেন প্রার্থীর নাম ঘোষণা করে দেবেন। কিন্তু দল ও সরকারকে তিনি একসূত্রে বাঁধেন না। প্রশাসনিক বৈঠক করলেও প্রার্থীর নাম তিনি ঘোষণা করেননি। সোমবার ওই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশীষ ব্যানার্জি।

বিজেপির মুখ কে হবে এখনো ঠিক হয়নি এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে বাম-কংগ্রেস কি এখানে একসঙ্গে লড়াই করবে নাকি দুপক্ষই আলাদা প্রার্থী দেবে তা নিয়েও চলছে জল্পনা। তবে প্রার্থীর নাম ঘোষণা করে বিরোধীদের থেকে কিছুটা এগিয়ে গেল তৃণমূল, এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *