জেলার দুটি আসনেই ঘাসফুলের দাপট অব্যাহত থাকবে আশাবাদী তৃণমূল
কল্যাণ অধিকারী
হাওড়া জেলার দুই লোকসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তিনবারের সাংসদ তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় অন্যদিকে উলুবেড়িয়ায় প্রার্থী দুবারের সাংসদ সুলতান আহমেদ জায়া সাজদা আহমেদ। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু আধিক্য থাকায় তাঁর জয় দেখছেন অনেকেই।
ব্রিগেড থেকে নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। লিলুয়ায় পঞ্চানন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। প্রসূনের সমর্থনে দেওয়াল লিখছেন রাজ্যের মন্ত্রী অরুপ রায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের বহু কর্মী-সমর্থক। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, “হাওড়ায় তৃণমূল প্রার্থীর জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।” হাওড়া সদরের সাতটি বিধানসভা হল বালি, উত্তর হাওড়া ও মধ্য হাওড়া, শিবপুর, দক্ষিণ হাওড়া, সাঁকরাইল ও পাঁচলা বিধানসভা। তৃণমূল প্রার্থী ভোট প্রচার শুরু করেছেন বালি কেন্দ্র থেকে। উলুবেড়িয়া লোকসভার মধ্যে সাতটি বিধানসভা রয়েছে। উলুবেড়িয়া উত্তর, দক্ষিণ, পূর্ব এবং শ্যামপুর, বাগনান, আমতা ও উদয়নারায়ণপুর। তৃণমূল নেতৃত্বের একাংশের কথায়, জেলায় এবারেও ঘাসফুলের দাপট অব্যাহত থাকবে।
উলুবেড়িয়া লোকসভার অন্তর্ভুক্ত প্রতিটি বিধানসভা ক্ষেত্রে সুলতান আহমেদয়ের ছায়া স্পষ্ট। তাঁকে স্মরণ করেই এখনো ভোট দেন গ্রামবসীরা। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুণাভ সেন জানিয়েছেন সাজদা আহমেদ প্রতিটি বিধানসভা ক্ষেত্রে প্রচারে নামবেন। র্যালি ও সভা করবেন। এদিকে প্রার্থীর সমর্থনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতা বিধানসভা এলাকায় বুধবার দেওয়াল লিখন করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। তিনি জানান, প্রতিটি বিধানসভা ক্ষেত্রে তৃণমূল যথেষ্ট শক্তিশালী। প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখার কাজ শুরু করে দিয়েছি। জয়ের মার্জিন বাড়বে।