‘টুয়েলভথ ফেল’ ছবি প্রশংসা কুড়াচ্ছে
ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
২৫ কোটির বাজেটের ‘টুয়েলভথ ফেল’ ছবি প্রশংসা কুড়াচ্ছে। মুক্তি পাওয়ার চার দিনেই ৯ কোটির ব্যবসা করে ফেলেছে। সপ্তাহ শেষে দশ কোটী টোপকে যাবে বলেই মত চলচ্চিত্র জগতের অনেকের।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিধু বিনোদ চোপড়ার ছবিতে নামকরা অভিনেতা না থাকলেও লোকের মন ভরেছে। অন্যদিকে কঙ্গনা রানাউত অভিনিত ‘তেজস’ ৪ দিনে উপার্জন হয়েছে ৩ কোটি টাকা। সাফল্যের মুখ