আমতা ও উদয়নারায়ণপুরে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত দুই
কল্যাণ অধিকারী
গ্রামীণ হাওড়ায় দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা সহ দু’জনের। রবিবার প্রথম দুর্ঘটনাটি ঘটে উদয়নারায়ণপুর থানা এলাকার উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডের সামনে। পুলিশ জানিয়েছে, দুপুর তিনটে নাগাদ একটি লরি আচমকাই ধাক্কা মারে একটি সাইকেল চালককে। অপূর্ব পাড়ুই নামে সাইকেল চালক লরির পিছনের চায় পিষ্ট হয়ে মারা যান। অন্য দিকে, রবিবার দুপুর সাড়ে তিনটের সময় সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান বছর পঁচিশের এক মহিলা। কলকাতা গামী একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি উদয়নারায়ণপুরের দিক থেকে আসছিল। বাসটির গতিতে আসার সময় কলাতলার আগে বাঁক মোড়ে স্কুটিকে ধাক্কা মারে। বাসের চাকার তলায় পড়ে যায় মহিলা। মাথার ওপর দিয়ে চলে যায় বাসের চাকা। স্থানীয়রা ছুটে আসলেও বাসটিকে ধরতে পারেনি। গতিতে পালিয়ে যায়। মৃত মহিলার বাড়ি জয়পুরে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনায় ঘাতক লরিটিকে আটক করেছে উদয়নারায়ণপুর থানার পুলিশ। মৃত যুবক অপূর্ব প্রতাপচক এলাকার বাসিন্দা।