দুই রাজমিস্ত্রির প্রেমে হাবুডুবু খেয়েই বাড়ি ছেড়েছিলেন বালির নিখোঁজ দুই জা
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
প্রেমের কাছে হার মানল স্বামী ও পরিবারের চোখরাঙানি। দুই রাজমিস্ত্রির সঙ্গে প্রণয়ের সম্পর্ক গভীর হয়ে ওঠায় পালিয়েছেন হাওড়ার বালি এলাকার দুই গৃহবধূ সম্পর্কে জা। হন্যে হয়ে খুঁজে ঠিকানায় পৌঁছেও মেলেনি তাঁদের। মুর্শিদাবাদের দুই প্রেমিকের সঙ্গে দুই গৃহবধূ পাড়ি দিয়েছেন মায়ানগরী মুম্বই! একপ্রকার খালি হাতে মুম্বইয়ের পথে পুলিশও।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, হাওড়া বালির নিশ্চিন্দার আনন্দনগরের বাসিন্দা অনন্যা কর্মকার ও রিয়া কর্মকার সম্পর্কে দুই জা। শীতের মার্কেটিং করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সঙ্গে ছিল এক শিশু। তারপর থেকে পাঁচদিন হয়ে গেল কোন খোঁজ মিলছিল না। পুলিশের তদন্তে শেষ পর্যন্ত হদিস মেলে তাঁদের। ফোনের কল লিস্টের সূত্র ধরেই পৌঁছে যায় মুর্শিদাবাদের দুই রাজমিস্ত্রির বাড়িতে। সেখানেও তাঁদের খোঁজ মেলেনি। পরিবারের কাছ থেকে জানতে পারেন বাড়িতে একদিন কাটিয়ে রওনা দিয়েছেন মুম্বই।
পুলিশ সূত্রে জানা গেছে, কর্মকার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিলেন সুভাষ ও শেখর। তারপর থেকেই শুরু প্রেম। শীতের পোশাক কেনার নাম করে শিশুকে নিয়ে বের হয় দুই জা। তারপর প্রেমিকের সঙ্গে মিলে পৌঁছে যায় মুর্শিদাবাদ। পুলিশ তদন্ত শুরু করার পর কল লিস্ট থেকে একটি নম্বর মেলে। তা খতিয়ে দেখে সুভাষ ও শেখরের কথা জানতে পারা যায়। শুরু হয় অভিযান।
বিষয়টি জানতে পেরে হতবাক কর্মকার পরিবারের লোকজন। মাস ছয়েক আগে বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিলেন দুই যুবক। কখন যে এমন ঘটনা ঘটল বুঝে উঠতে পারছেন না তাঁরা। পুলিশের তদন্তের দিকে তাঁরা তাকিয়ে। স্থানীয়রাও এমন ঘটনায় চমকে গিয়েছেন।