রানিহাটি-আমতা সড়কে দুই মোবাইল চোর গ্রেপ্তার

রাজন্যা নিউজ ব্যুরো

রানিহাটি আমতা সড়কে মানিকপীর পেট্রোল পাম্পের কাছে দুই মোবাইল চোর ধরলো পুলিশ। রবিবার রাতে দশ নম্বর এলাকায় মোবাইল চুরি করে পালানোর সময় তাদের পুলিশ ধাওয়া করে। মানিকপীর পেট্রোল পাম্পের কাছে বাইক সমেত দুই মোবাইল চোরকে গ্রেপ্তার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। আজ ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে।

রানিহাটি-আমতা সড়কে মোবাইল Mobile চুরির ঘটনা ঘটছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের হচ্ছে। তক্কে তক্কে ছিল পুলিশ। রবিবার রাতে দশ নম্বর এলাকায় মোবাইল চুরি করে পালানোর সময় তাদের ধাওয়া করে। মানিকপীর পেট্রোল পাম্পের কাছে বাইক সমেত দুই মোবাইল চোরকে আটক করে। তাঁদের গ্রেপ্তার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। আজ ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে।

মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিতিবিরক্ত সাধারণ মানুষ। স্থানীয়দের কথায়, বাইকে করে এসে হাত থেকে মোবাইল নিয়ে পালাচ্ছে। জগতবলভপুর, পাচলা, আমতা থানায় অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগীরা। কড়া নজরদারি থাকলে তবেই কমবে মোবাইল চুরি। পুলিশ সূত্রের জানা গেছে, মোবাইল চুরির বিষয় অভিযোগ আসছে। পুলিশ নজরদারি চালাচ্ছে। সেইমতন গ্রেপ্তার হচ্ছে চোরেরা।

প্রতীকী ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *