উদ্ধার হয়েছে ৬ লক্ষ টাকা বাঁকড়ার ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে পুলিশি হেফাজত
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
হাওড়ার ডোমজুড় থানার বাঁকড়ায় ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তাদের আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
সোমবার ভর দুপুরে হাওড়া-আমতা রোডে বাঁকড়া এলাকায় দশ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় শোরগোল পড়ে যায়। ছিনতাইয়ের সমস্তটাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তাতে দেখা যায় কীভাবে টাকা ছিনতাই করে বাইকে চেপে পালাচ্ছে দুষ্কৃতীরা। বরুণ প্রামানিক নামে মদের দোকানের কর্মচারী ব্যাঙ্কে টাকা দিতে যাচ্ছিলেন। রাস্তাতেই কর্মচারীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেয়। এরপরেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাইক চালিয়ে এলাকা ছেড়ে পালায়। তদন্তে নামে ডোমজুড় থানার পুলিশ। এরপরেই পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে।
সূত্রের খবর, গুলাম মুস্তাফা ও মহম্মদ মুনতাজ নামে অভিযুক্ত দু’জনকে পাশকুঁড়া থেকে গ্রেফতার করা হয়। তবে অন্য একটি সূত্রের খবর, একজনকে এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে। তবে এখনও একজন ফেরার। তার খোজে চলছে তল্লাশি। তাদের কাছ থেকে ৬লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকার হদিস নেই। উদ্ধার হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরবাইকটিও। মঙ্গলবার তাদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে মঙ্গলবার ডোমজুড় থানার পাকুড়িয়া ব্রিজের কাছে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সামনে আসলো। জানা গেছে, সন্ধে সাতটার সময় জুতো ব্যবসায়ী বাইকে করে যাবার সময় পাকুড়িয়া ব্রিজের কাছে তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা। লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ৮০ হাজার টাকা ও বাইক নিয়ে চম্পট দেয়। ঘটনার জেরে আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে।
সংগৃহীত ছবি