ঝামটিয়ার দু হাজার পরিবার পেল নলবাহিত পানীয়জল

কল্যাণ অধিকারী

জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নলবাহিত বিশুদ্ধ পানীয়জল প্রকল্পের শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার। এই উপলক্ষে গ্রামবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিধানসভা ভোটের সময় দেওয়া কথা রাখলেন বিধায়ক। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে গ্রামের ২১৮৪টি পরিবার উপকৃত হলেন। আরো জানা গেছে, গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয়জল প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে। ঝামটিয়ার মূল প্রকল্প রূপায়িত করতে 15 কিমির বেশি পাইপলাইন পাতার কাজ চলছে। খরচ পড়ছে 4.29 কোটি। সুউচ্চ জলাধার নির্মাণের কাজ চলছে। এতে 5 লক্ষ লিটার জল থাকবে। ঝামটিয়ার পাঁচটি মৌজা কলসডিহি, খাজুরদহ, ঝামটিয়া, কামারঘোলা এবং মধ্য জয়পুর এই প্রকল্পের পানীয়জল পাবে এমনটাই জানা গেছে।

সুকান্ত পাল বলেন, “ঝামটিয়ায় নলবাহিত পানীয়জলের প্রকল্পটি 45 দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে। 2184 টি পরিবার একযোগে নলবাহিত পানীয়জল পাবেন। উপকৃত হবেন কয়েক হাজার মানুষজন।”

গত মাসে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় জানিয়েছিলেন সম্পূর্ণ বিনা পয়সায় প্রতিটি মানুষ পানীয়জল পাবেন। সেইমতন কাজ চলছে গ্রামীণ হাওড়ায়। তার একটি প্রকল্প ঝামটিয়ায় শুভ সূচনা করলেন বিধায়ক। ছিলেন ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য আধিকারিক। 

নিজস্ব চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *