হাওড়া স্টেশন থেকে পথ চলা শুরু করল বন্দে ভারত এক্সপ্রেস
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
বাংলায় পথ চলা শুরু করল বন্দে ভারত এক্সপ্রেস। মাতৃ বিয়োগের শোকের মধ্যেই শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশনে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ নিশীথ প্রামাণিক, সাংসদ সুভাষ সরকার, বিধায়ক শুভেন্দু অধিকারী, ছিলেন দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
এদিনের অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী সেইমতন সমস্ত আয়োজন ছিল সম্পূর্ণ। মাতৃ বিয়োগের কারণে আসতে পারেননি তিনি। সকালেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন। বেলা ১১টা ৪০ মিনিটে সবুজ পতাকা নেড়ে ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর জোকা-তারাতলা মেট্রোর শুভ সূচনা করলেন তিনি।

ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, ‘‘জোকা-বিবাদী মেট্রো তৈরিতে ৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। ভারতীয় রেল বিমান পরিষেবার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে।” এরপর তিনি বলেন, “নমামি গঙ্গা প্রকল্পে আদি গঙ্গা সংস্কারের কাজ চলছে। নদী পরিষ্কার রাখতে আধুনিক নিকাশি ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে।”
collected pic