রেললাইনে পেঁচিয়ে বিষধর সাপ যাত্রীদের চেষ্টায় প্রাণ বাঁচালো আরপিএফ
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
রেললাইনে পেঁচিয়ে রয়েছে বিষধর সাপ। লাইন থেকে বেরোনার জন্য ছটফট করছে। এ দৃশ্য দেখে বুধবার হুলস্থুল পড়ে যায় বড়গাছিয়া স্টেশনে। কিছুক্ষণের মধ্যেই ডাউন আমতা-হাওড়া লোকাল আসবার কথা। চোখের সামনে এ দৃশ্য দেখে সরীসৃপকে বাঁচানোর চেষ্টা শুরু হয় যাত্রীদের মধ্যে। কালবিলম্ব না করে খবর দেওয়া হয় আরফিএফে। অনেকক্ষণের চেষ্টায় জীবিত অবস্থায় উদ্ধার হয় সাপটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা এগারোটা নাগাদ বড়গাছিয়া স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। তখনি নজরে পড়ে একটি চার ফুট লম্বা বিষধর সাপ রেল লাইনে আটকা পড়েছে। ছটফট করছে বেরোনার জন্যে। লাইনে পেঁচিয়ে থাকায় ট্রেন গেলে মৃত্যু অবশ্যম্ভাবী। যাত্রীরা সাপটিকে বের করার চেস্টা করলেও সম্ভবপর হয়নি। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ। ওদিকে ট্রেন স্টেশনে ঢুকবার আগেই থামিয়ে দেয়া হয়। সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। যাত্রীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। তবে এই ঘটনায় প্রায় আধঘণ্টা পর ট্রেনটি স্টেশনে পৌঁছায়।
যাত্রীদের কথায়, বিষধর সাপ হলেও চোখের সামনে ট্রেনের চাকায় কাটা পড়বে কেউ তা হতে দেয়। কয়েকশো যাত্রী সাপটি বাঁচানোর চেষ্টায় এগিয়ে আসে। কয়েকজন সাপটিকে টেনে সরানোর চেষ্টা করলেও সরানো যায়নি। খবর দেওয়া হয় আরপিএফে। শেষ পর্যন্ত উদ্ধার করে অন্যত্র নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। রেল সূত্রে জানা গেছে, সাধারণ যাত্রীদের কাছ থেকে জানতে পেরেই দ্রুত সাপটি উদ্ধারের পরেই ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়।
যাত্রীদের সাধুবাদ জানিয়েছেন পরিবেশ কর্মীরাও। বিষধর সাপ উদ্ধারে সচেতনতার বিষয়টি নজরে আসছে বলে মত।