তুমি না হয় রহিতে কাছে…
কল্যাণ অধিকারী
‘গীতশ্রী’ আর নেই ভাবতে পারছেন? খবরটা শুনে অবাক হয়নি এ জগতে এমন কাউকে মিলবে না। হিপহপ, ডিজে’র সময়েও ঘুম ঘুম চাঁদ, এ গানে প্রজাপতি পাতায় পাতায়… শুনলে সুরের দোলা লাগে মনে। শিল্পী পরিচয়ের থেকেও তিনি বেশি পরিচিত বাংলা ও বাঙালির মনের কথা বোঝা মেয়ে পরিচয়ে।
তাঁর প্রতিটি গানে রয়েছে আমার-আপনার মনের কথা। শীতের রাতে বারান্দায় দাঁড়িয়ে কানে হেডফোন দিয়ে শুনতে থাকা কেন এ হৃদয় চঞ্চল হলো…দক্ষিণ আর উত্তরের লড়াইয়ে মাঝে তিনি ছিলেন স্বপ্নের গান ফেরিওয়ালা। দুর্গা পুজো হোক বা কালী পুজো তাঁর গান না বাজলে পুজো পুজো ভাব অনুভব হয় না। কি মিষ্টি দেখ মিষ্টি এখনো বাজলে মনকে অনেকটা শান্তি এনে দেয়।এত গান গেয়েছেন তিনি পুরস্কার বিষয়টি মাথায় নিয়ে নয়, মানুষের ভালোবাসা পেতে। থেকে গেছেন আমাদের কাছে উনি ‘গীতশ্রী’ হয়ে। তাই হয়তো গেয়েছিলেন কে তুমি আমারে ডাকো…
লতা দি’র পর সন্ধ্যা দি ভাবা যাচ্ছে না। এ কেমন বিচার প্রভু!