এনজেপি-দার্জিলিং টয়ট্রেনে ভিস্তাডোম কোচ জুড়ে দেওয়া হল, সঙ্গে থাকছে রেস্তোরাঁ
ব্যুরো রিপোর্ট, রাজন্যা নিউজ
দুর্গাপুজো শুরুর আগেই পাহাড় ভ্রমণে যাওয়া পর্যটকদের জন্য বিশেষ সুবিধা। টয়ট্রেন চেপে দার্জিলিং পৌঁছানোর জন্য ভিস্তাডোম কোচ জুড়ে দেওয়া হল। সঙ্গে থাকছে রেস্তোরাঁ। এবার এনজেপি থেকে দার্জিলিং পথে যাবার সময় গরমাগরম খাবার পেয়ে যাবেন যাত্রীরা।
সকাল ১০টায় এনজেপি থেকে রওনা দেয় টয়ট্রেন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছায় দার্জিলিং স্টেশন। দীর্ঘ পথে যাত্রা করতে যাত্রীদের আগে থেকেই খাবার কিনে নিতে হয়। এবার যাত্রীদের সুবিধা দিচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। পর্যটকদের সুবিধার্থে ভিস্তাডোম কোচ জুড়ে দেওয়া হল। সঙ্গে থাকছে রেস্তোরাঁ।