‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রিলারেই বাধা পেলেন বিবেক অগ্নিহোত্রী
ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রিলারে বেগ পেতে হল সিনেমার পরিচালককে। শনিবার কলকাতার একটী পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান চলছিল। সেখানেই অনুষ্ঠানের মাঝে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর অভিযোগ, ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার চলাকালীনই তার ছিঁড়ে দিয়ে তা বন্ধ করে দেয় হোটেল কর্তৃপক্ষ। যদিও হোটেল কর্তৃপক্ষ এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে। সঙ্গে এও জানিয়েছে, এসব দাবি একেবারেই ভিত্তিহীন। তারা শুধু কথা বলতেই গিয়েছিল ছবির টিমের সঙ্গে। অভিযোগ-পাল্টা অভিযোগ, দু-পক্ষের বিস্তর তর্কাতর্কির পর এবার কলকাতা পুলিশ হোটেলে ঢুকে সরিয়ে নিয়ে আসেন বিবেক অগ্নিহোত্রী-সহ দ্য বেঙ্গল ফাইলস-এর গোটা টিমকে।
শনিবার সকাল থেকেই হোটেল চত্বর পুলিশে পুলিশে ছয়লাপ ছিল। অনেকেই বলাবলি করছিল, কিছু একটা ঝামেলা হতে পারে আঁচ করতে পেরেই নাকি নিরাপত্তা আঁটসাঁট করেছে রাজ্য প্রশাসন। বিবেকের অভিযোগ, রাজনৈতিকভাবে এমন আচরণ করা হচ্ছে। পরিচালক আরও বলেছেন, এদিন স্টেজে যখন ট্রেলার চলছিল, তখনই হঠাৎ তার ছিঁড়ে দেওয়া হয়। ট্রেলার চলতে চলতেই তা বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ তোলেন তিনি। যদিও হোটেল কর্তৃপক্ষের দাবি, এমন কিছুই করা হয়নি, কেবল কথা বলতে গিয়েছিল তারা। কলকাতা কর্পোরেশনের অনুমতি নেই বলেও জানিয়েছে এই পাঁচতারা হোটেল।
তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, বিবেক অগ্নিহোত্রীর ছবি নিয়ে বাংলার সরকারের কিছু যায় আসে না। বিজেপি বিরোধী রাজ্যে মোদি সরকারকে মহান সাজাতে বিরোধীদের নিশানা করে সিনেমা তৈরি করা বিবেকের স্বভাব। নির্বাচনের আগে তিনি একটা করে সিনেমা বানান যাতে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করা যায়। তিনি বলেন, এই সিনেমা মুক্তি পেলে নাকি বাংলার সরকার নড়ে যাবে। পাল্টা জবাব দিয়ে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু বলেন, ‘কোনও হল যদি এসব ফালতু কনটেন্ট দেখিয়ে তার মান নীচে নামাতে চান সেটা তাদের ব্যাপার। ওই সিনেমা হলকে তৃণমূলের কেউ কিছু বলেছে, সেটা উনি প্রমাণ করুন। তাছাড়া উনি কাশ্মীর নির্বাচনের আগে কাশ্মীর ফাইলস বানিয়ে ছিলেন, কাশ্মীরে বিজেপি হেরে গেছে। কর্ণাটকে নির্বাচনের আগে কেরালা ফাইলস বানিয়েছিলেন, সেখানেও বিজেপি পর্যুদস্ত। গো হারা হেরেছে। এবার বাংলায় নির্বাচনের আগে মিথ্যা তথ্য আর বিভ্রান্তি দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ বানিয়েছেন। যিনি নিজে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিজেপি বিরোধী রাজ্যে ঘুরে ঘুরে বিরোধীদের ইস্যু নিয়ে প্রোপাগন্ডা তৈরি করে সিনেমা বানান তৃণমূল কংগ্রেস তাঁকে পাত্তা দেয় না।’
বিবেক অগ্নিহোত্রী যেগুলো তৈরি করেন সেগুলি মানুষে-মানুষে বিভেদ তৈরি করে। এটা গণতান্ত্রিক রাজ্য বলে করা হচ্ছে। বিবেক অগ্নিহোত্রী আপনি আগে এমপি ফাইলস, মণিপুর ফাইলস, গুজরাত ফাইলস করে আসুন। একে একদম মরিস সেরুলোর মতো বাংলা থেকে বের করা উচিত।—কুণাল ঘোষ

