বিহারে দ্বিতীয় দফায় ১২২ আসনে ভোট মঙ্গলবার
রাজন্যা নিউজ ব্যুরো
মঙ্গলবার বিহারের দ্বিতীয় পর্বের ভোট। এই পর্বে ২০ জেলার ১২২ আসনে নির্বাচন। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই পর্বে যে যে এলাকায় ভোট হতে চলেছে সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সীমাঞ্চল। এছাড়াও মগধ, মিথিলাঞ্চল, চম্পারণ, ভাগলপুরে নির্বাচন হবে।
নির্বাচন কমিশন দাবি করেছে, দ্বিতীয় দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। সব মিলিয়ে ৪৫,৩৯৯ হাজার বুথে এই পর্বে ভোট। মোট ভোটার ৩.৭০ কোটি। এর মধ্যে পুরুষ ভোটার ১.৯৫ কোটি। মহিলা ভোটার ১.৭৪ কোটি। এই পর্বে মোট প্রার্থীর সংখ্যা ১,৩০২। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১৩৬।
২০২০ সালে এই ১২২ আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৪২ আসনে। লালুপ্রসাদ যাদবের আরজেডি পেয়েছিল ৩৩ আসন। নীতীশের জেডিইউ জয় পেয়েছিল ২০ আসনে। কংগ্রেস জয় পায় ১১ আসনে। বামেদের দখলে যায় ৫ আসন। আসলে যে ২০ জেলায় ভোট হচ্ছে, এর মধ্যে বেশ কিছু জেলা মহাজোটের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে আরজেডি। লালুর দল লড়বে ৭০ আসনে। কংগ্রেস প্রার্থী দিয়েছে ৩৭ জন। ভিআইপি ১০ আসনে। এনডিএর সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিজেপি। গেরুয়া শিবির ৫৩ আসনে লড়ছে এই পর্বে। ৪৪ আসনে লড়ছে নীতীশের দল। চিরাগ পাসওয়ানের দল লড়ছে ১৫ আসনে। হাম প্রার্থী দিয়েছে ৬ আসনে। এছাড়া প্রায় সব আসনে প্রার্থী রয়েছে জন সুরাজের।

