কাল বিহারে ১২১ আসনে ভোট
রাজন্যা নুজ ব্যুরো বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচারপর্ব মঙ্গলবার শেষ হয়েছে। প্রথম দফায় বৃহস্পতিবার ভোট হবে ১৮টি জেলায় মোট ১২১টি আসনে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর, আর ফল ঘোষণা ১৪ নভেম্বর। নির্বাচনে মূল লড়াই হচ্ছে এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে। তবে ভোটের অঙ্কে নতুন সমীকরণ আনতে পারে ভোটকুশলী থেকে রাজনীতিতে আসা প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি।
‘ইন্ডিয়া’ জোটে রয়েছে আরজেডি, কংগ্রেস, সিপিআই (এম-এল), ভিআইপি, সিপিআই, সিপিএম এবং প্রাক্তন কংগ্রেস নেতা ইন্দ্রজিৎ প্রসাদ গুপ্ত প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি (আইআইপি)। অন্যদিকে এনডিএ গঠিত বিজেপি, জেডিইউ, লোজপা (রামবিলাস), এইচএএম এবং আরএলএমকে নিয়ে।
২০২০ সালের নির্বাচনে এনডিএ পেয়েছিল ১২৫টি আসন, আর মহাগঠবন্ধন পেয়েছিল ১১০টি।
প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ১,৩১৪ জন প্রার্থী। বেকারত্ব, দুর্নীতি, মুদ্রাস্ফীতি, বন্যা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার দুরবস্থা, এসবই প্রচারের মুখ্য ইস্যু হয়ে উঠেছে। ‘ইন্ডিয়া’ জোট বলছে এই নির্বাচন পরিবর্তনের লড়াই। পাল্টা এনডিএ-র দাবি, ‘জঙ্গলরাজ’ ফেরার পথ রোধ করতে মানুষ আবার তাদেরকেই ভোট দেবে।
এই দফায় প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। তিনি লড়ছেন রাঘোপুর কেন্দ্র থেকে। বঙ্গের জেলার তারাপুর কেন্দ্র থেকে লড়ছেন বিজেপির সম্রাট চৌধুরী। যিনি বিদায়ী উপমুখ্যমন্ত্রী। লক্ষ্মীসরাই কেন্দ্র থেকে লড়াই করছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা বিজয় কুমার সিনহা। পাটনা সাহিব কেন্দ্র থেকে কংগ্রেসের তরুণ প্রার্থী শশান্ত শেখর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিহার কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ। এছাড়া এদিনের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেজস্বীর ভাই তেজপ্রতাপ যাদব (মহুয়া আসন) ও জেডিইউয়ের রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহা। বিনোদন জগতের মুখও রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। আরজেডি প্রার্থী হিসাবে ছাপড়া থেকে ভোজপুরী অভিনেতা ক্ষেসারি লাল যাদব এবং বিজেপির প্রার্থী হিসাবে আলিনগর থেকে লোকগায়িকা মৈথিলি ঠাকুর এদিনের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম দফার ভোটের আগে রাজ্যের নানা প্রান্তে এনডিএ এবং ‘ইন্ডিয়া’ জোটের তারকা প্রচারকরা সভা করেছেন। প্রচারে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সবমিলিয়ে বিহারের প্রথম দফার ভোটের দিকে নজর থাকবে সংশ্লিষ্ট সব মহলের।

