রাত পোহালেই ভোট হাওড়ায়
কল্যাণ অধিকারী
রাত পোহালেই সোমবার পঞ্চম দফায় ভোট রয়েছে হাওড়া ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। জেলার সর্বত্র সন্ধের আগেই বুথে পৌঁছে গেছেন ভোট কর্মীরা। সোমবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোট গ্রহণ। প্রশাসনিক ততপরতা তুঙ্গে।
জেলা প্রশাসন সূত্রে খবর গোটা জেলায় মোট ৪৩৯৫ টি বুথ তৈরি করা হয়েছে। এদের মধ্যে শহর এলাকায় ১৪২৮টি এবং গ্রামীণ এলাকায় ২৯৬৭ টি বুথ তৈরি করা হয়েছে। প্রত্যেকটি বুথেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

