পরনে লাল বেনারসি, মাথা ভর্তি সিঁদুর, বিয়েতে রূপের স্ফুলিঙ্গ ঝরালেন মিমি
কল্যাণ অধিকারী, কলকাতা
হাইলাইটস
❏ টেলি পাড়ার জনপ্রিয় জুটি ওম-মিমির বিয়ে
❏ বিয়ে উপলক্ষে চাঁদের হাট
❏ এক দশকের বন্ধুত্বর শুভ পরিণয়
বৈদিক মতে সাতপাকে বাঁধা পড়লেন মিমি দত্ত ও ওম সাহানি। টেলি পাড়ার জনপ্রিয় জুটির বিয়ে উপলক্ষে ছিল চাঁদের হাট। বিয়ে সম্পন্ন করলেন পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ে সম্পন্ন করলেন পুরোহিত নন্দিনী ভৌমিক।
এক দশকের বন্ধুত্ব। তারপর প্রেম। গত বছর আইনি বিয়ে সেরে ফেলেছিলেন। অপেক্ষা ছিল শুধু চার হাত এক হওয়ার। বুধবার আনুষ্ঠানিকভাবে তা সম্পূর্ণ হল। অভিনেতা-অভিনেত্রীর বিয়ে বলে কথা আমন্ত্রিতের তালিকাও ছিল চোখে পড়ার মতন। মানালি দে ও অভিমন্যু মুখার্জি, দেবযানী চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি সহ টলি পাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রী।
মিমির পরনে ছিল লাল বেনারসি, মাথায় সিঁদুর আর সোনার গয়নায় শরীরজুড়ে ঝরে পড়ছে রূপের স্ফুলিঙ্গ। ওমের পরনে ছিল সাদা-লাল কুর্তা ও পাগড়ি। বর-কনে দুজনেই একে অপরের মাথায় সিঁদুর পরান। তারকা জুটির সাতপাকে বাঁধা বলে কথা খাওয়াদাওয়ার মেনুতেও ছিল চমক। মাটন বিরিয়ানি সহ বিভিন্ন পদ।
ছবি সোশ্যাল মিডিয়া
গ্রাফিক রাজন্যা