কি করছে ওই দেশের সরকার?
কল্যাণ অধিকারী
বাংলাদেশ কোনদিন না যাওয়া হলেও সেখানকার হিন্দুরা আক্রান্ত হওয়ায় প্রচন্ড ক্ষুব্ধ ও ব্যথিত। কেন রে ভাই ধর্ম কি শুধু তোমাদের জন্য। কিসের এত ঘৃণা? কেন এত হিন্দুদের প্রতি বারেবারে আক্রমণ শানানো হবে?
এ-তো প্রথমবার নয়। বিভিন্ন সময় বাংলাদেশে বসবাস করা হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা বা আক্রমণের ঘটনা ঘটেছে। মূর্তি ভেঙে বিকৃত করে দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনার ভিডিও সামনে এসেছে! প্রতিবেশি রাষ্ট্রে হিন্দুদের প্রতি এ ধরনের ব্যবহার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে।
প্রশাসন ব্যর্থ না হলে এই ধরনের ঘটনা ঘটে কীভাবে? প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নিলে প্রশ্রয় পায় না বিচ্ছিন্নতাবাদীরা। এই ধরনের ঘটনা সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়াতে কেউ কেউ ঘটাচ্ছে। যত দ্রুত সম্ভব মূল দোষীদের গ্রেফতার করে কঠোর সাজা দিতে হবে। তবেই সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ রোখা সম্ভব হবে।
প্রতিবেশি রাষ্ট্রে গণতন্ত্র রয়েছে, সরকার রয়েছে, রাজনৈতিক দল ও নেতারা রয়েছেন তারপরও এই ধরনের ঘটনা কেন ঘটছে? কাদের প্রশ্রয়ে এমন ঘটনা ঘটছে? কেন এই ধরনের ঘটনা রুখতে পারছে না ওই দেশের সরকার? আক্রমণ রোখার সদিচ্ছা আদৌ রয়েছে সরকারের? না-কি পুর্ব পরিকল্পনামতো সমস্তটা হচ্ছে? নজর দিক বিশ্বের হিউম্যান রাইটস।
Pic collected