পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, দৌড়ে পিছিয়ে যশবন্ত লড়াই দিতে প্রস্তুত
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট
ভারতের রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ জুলাই। রাইসিনা হিলসের নতুন বাসিন্দা কে হবেন, জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। দৌড়ে নাম রয়েছে দুজনের। NDA-সমর্থিত পদপ্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। বিরোধী শিবিরের পদপ্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা। ইতিমধ্যে তাঁরা মনোনয়ন পেশ করেছেন।
দেশের ১৫ তম রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত তিন রাষ্ট্রপতি ছাড়া) নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে লড়াই দিতে চলেছেন যশবন্ত সিনহা। সোমবার তিনি মনোনয়ন পেশ করবার সময় পাশে পেয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সীতারাম ইয়েচুরি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, শরদ পাওয়ারের মতো বিরোধী নেতৃত্ব। তবে, খুব বড় অঘটন না ঘটলে দ্রৌপদী মুর্মুর জেতা সময়ের অপেক্ষা। লড়াইয়ে অনেককিছু বদল হতে পারে এমনটাই মনে করছে বিরোধী শিবির।
ভারতের রাষ্ট্রপতি থেকেছেন তাঁদের নাম
১) ডঃ রাজেন্দ্র প্রসাদ,
২) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ,
৩) ডঃ জ়াকির হুসেন,
ভি ভি গিরি (ভারপ্রাপ্ত),
মহাম্মদ হিদায়েতুল্লা (ভারপ্রাপ্ত),
৪) ভি.ভি গিরি
৫) ফকরুদ্দীন আলী আহমেদ,
বি. ডি যাত্তী (ভারপ্রাপ্ত)
৬) নিলম সঞ্জীব রেড্ডী,
৭) জ্ঞানী জৈল সিং,
৮) রামাস্বামী ভেঙ্কটরমন,
৯) শঙ্কর দয়াল শর্মা,
১০) কে. আর নারায়ণন,
১১) এ. পি. জে আব্দুল কালাম
১২) প্রতিভা পাতিল,
১৩) প্রণব মুখার্জি
১৪) রাম নাথ কোবিন্দ
১৫) ……………………………
আগামী ২৪ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। পরবর্তী রাষ্ট্রপতি হবার দৌড়ে নিজের যশবন্ত সিনহা সাংবাদিকদের জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি হলে, কৃষক, শ্রমিক, বেকার যুবক-মহিলাদের জন্য কাজ করবেন। অন্যদিকে দ্রৌপদী মুর্মু মনোনয়ন পেশের পরেই ফোন করে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী সহ দেশের বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে। সূত্রের খবর, তাঁকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। এখন দেখার রাইসিনা হিলসের বাসিন্দা কে হতে চলেছেন সেদিকেই নজর দেশের।
collected pic