হংকং-য়ে সাত বহুতলে আগুন কেন ? চমকে গেল বিশ্ব
রাজন্যা নিউজ ব্যুরো
হংকঙের আবাসনে একের পর এক বহুতলকে অল্প সময়ের মধ্যে গ্রাস করেছিল আগুন। সেই আগুন দ্রত ছড়িয়ে পড়েছিল এক তলা থেকে অন্য তলায়। দমকলকর্মীরা চেষ্টা করেও খুব বেশি কিছু করতে পারেননি। কী ভাবে এত দ্রুত ছড়িয়ে পড়েছিল সেই আগুন, যাতে ঝলসে মারা গিয়েছেন ৬৫ জন, এখন তা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তকারীদের একাংশ মনে করছেন, অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে ওই বহুতলের নির্মাণ সামগ্রী।
সংবাদ সংস্থা এপি বলছে, আবাসনের যে বহুতলে ঘটনাচক্রে আগুন লাগেনি, সেখানকার জানলায় স্টাইরোফোম লাগানো রয়েছে বলে দেখেছেন দমকল কর্মীরা। অর্থাৎ বাকি সাতটি বহুতলেও একই স্টাইরোফোম ব্যবহার করা হয়েছিল। মনে করা হচ্ছে, যে বহুতলগুলিতে আগুন লেগেছিল, তার জানলায় এগুলি থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে আবাসনের সংস্কারের দায়িত্বে যে ইঞ্জিনিয়ারিং সংস্থা ছিল, তার তিন শীর্ষ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে।
হংকঙের ওই আবাসনে ছিল মোট আটটি বহুতল। আশির দশকে তৈরি হয়েছিল সেগুলি। সেই বহুতলগুলিতে সংস্কারের কাজ চলছে। তার মাঝেই সাতটি বহুতলে আগুন লাগে বুধবার। তদন্তকারীদের একাংশ মনে করছেন, স্টাইরোফোমের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।
হংকঙের ‘ওয়াং ফুক কোর্ট’ আবাসনে ছিল মোট ২,০০০টি ফ্ল্যাট। তাতে বাস করতেন ৪,৮০০ জন। তাঁদের মধ্যে অনেকেই বৃদ্ধ। আবাসনের সাতটি বহুতলে আগুন লেগে আহত হয়েছেন অন্তত ৭০ জন।

