বিশ্বকাপে আঁধারে ডুবল দ্বীপরাষ্ট্র!

কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ

সত্যিই দিন দিন পরিবর্তিত হচ্ছে ক্রিকেট। বিশ্বকাপের মতো আসরে মাত্র ৫৫ রানে ধসে গেল গোটা টিম। এ কোন শ্রীলঙ্কা! একটা সময় একদিনের ক্রিকেটে ভোল বদলে দিয়েছিলেন রণতুঙ্গা, জয়সূর্যরা। দেড় দশকেই ভোল বদলে গেল দলটার।

অর্থনৈতিক ভাবে আগেই দেউলিয়া হয়েছে! কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে আসতে যোগ্যতা অর্জন করতে হয়েছে। সেই বিশ্বকাপ প্রতিযোগিতায় লজ্জাজনক রান তুলে অল আউট হল। সতেরো বছর আগে সর্বকালীন রেকর্ড গড়ে বিশ্বকাপ ট্রফি জিতেছিল শ্রীলঙ্কা। দেড় দশকেই এমন কি ঘটলো দ্বীপরাষ্ট্রের দলটির! সম্পূর্ণ ভোল বদলে দিয়ে বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন রান তুললো। সবটাই সম্ভব হয়েছে ভারতীয় বোলারদের দাপটে।

ক্রিকেট থেকে হাজারো মাইল দূরে থাকা অর্জুন রণতুঙ্গা, সনৎ জয়সূর্য, ডি-সিলভা, চামিন্ডা ভাস থেকে মুত্থাইয়া মুরলিধরন, কুমার সাঙ্গাকার, মাহেলা জয়বর্ধনেরা আজ হয়তো টিভি বন্ধ করে দিয়েছেন! হতাশ হয়েছেন দ্বীপরাষ্ট্রের দু কোটি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *