নতুন অবতারে ফিরছে Yamaha RX100!
ব্যুরো রিপোর্ট, রাজন্যা নিউজ
ভারতের বাজারে নতুন অবতারে ফিরছে Yamaha RX100! যদিও ঠিক কবে লঞ্চিং হবে তা জানা যায়নি। তবে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর দ্রুত আসতে চলেছে Yamaha RX100! আধুনিকতার ছোঁয়া রয়েছে বাইকে।
একটা সময় বাইকের জগতে Yamaha RX100 জমিয়ে বাজার করেছে। তবে সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কিছুটা পিছিয়ে পড়েছে। সেই সময় বিভিন্ন কোম্পানির বাইক এসে বাজার ধরেছিল। তবে নামে এখনো নিজের আভিজাত্য রেখেছে RX100। এবার নতুন রূপে বাজারে আসছে পূর্ব পরিচিত বাইক।