অপরিচিতকে বাঁচাতে মিরিক লেকে ঝাঁপ, মৃত্যু যুবকের

রাজন্যা নিউজ ব্যুরো

রাতে সেতুর উপর থেকে এক ব্যক্তিকে মিরিক লেকে ঝাঁপ দিতে দেখেন বছর ২২ বয়সি এক যুবক। সাঁতার না জানলেও তিনি এই দৃশ্য দেখে হাত-পা গুটিয়ে বসে থাকতে পারেননি। অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তিকে বাঁচাতে ঝাঁপ দেন লেকে। আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তি প্রাণে বাঁচলেও মৃত্যু হয় সাহিল রাই নামে ওই যুবকের। তাঁর বাড়ি মিরিকের থুরবো এলডি বাহাদুর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১১টা নাগাদ মিরিক লেকের উপরে ইন্দিরা সেতু থেকে নীচে ঝাঁপ দেন সাদিপ দার্জি নামে মিরিক বাজার এলাকার এক বাসিন্দা। সেই সময়ে ঘটনাস্থলে ছিলেন সাহিল। ওই ব্যক্তিকে চোখের সামনে তলিয়ে যেতে দেখে শান্ত থাকতে পারেননি এই যুবক। তিনিও ঝাঁপ দেন জলে। স্থানীয়রা এই দৃশ্য দেখে উদ্ধারকাজে সহায়তা করেন। কিছুক্ষণের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করা সাদিপকে উদ্ধার করা সম্ভব হলেও সাহিল লেকে তলিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত অন্যরা খবর দেন পুলিশে। সাহিলকে উদ্ধার করার জন্য পদক্ষেপ করা হয়। কিন্তু রাতভর তল্লাশির পরেও তাঁর হদিশ পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ৮টা নাগাদ উদ্ধার হয় এই যুবকের দেহ। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া সাহিলের গ্রামে। তাঁর গ্রামের পঞ্চায়েত প্রধান সমীর রায় বলেন, ‘সাহিল অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সবসময় অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসতেন। এই পরোপকারী স্বভাবের জন্য ওকে সবাই ভালোবাসত।’ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অন্যদিকে, পুলিশ জানাচ্ছে, সাদিপকে উদ্ধার করে মিরিকের বিপিএসইচসি হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক সমস্যার কারণেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি, প্রাথমিক ভাবে জানা যাচ্ছে এমনটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *