সুপার ওভারে ছন্দহিন বুমরাহ কেন প্রশ্ন উঠছে সর্বত্র! রাতের রুদ্ধশ্বাস ম্যাচে বিরাট হাসি কোহলির

কল্যাণ অধিকারী

❏ সুপার ওভারে ম্যাচ জিতল আরসিবি।
❏ কাজে এল না ঈশান কিশানের ৯৯, কাইরন পোলার্ডের অনবদ্য ৬০রান।
❏ খোলস ছেড়ে বের হতে পারলেন না বুমরাহ। ৪+১ ওভার হাত ঘুরিয়েও উইকেট পেলেন না।
❏ শেষ বলে ৪মেরে ম্যাচ জিতে নিল আরসিবি।
❏ সঠিক লাইন-লেংথ খুঁজে পেল না বুমরাহ। কুড়ি ওভারে দু’দল তোলে ২০১ রান। সুপার ওভারে বিরাটের হাসি।

ঈশান কিশানের এক রানের জন্য শতরান হাতছাড়া। সোমবার রাতে রোহিত-বিরাটের রুদ্ধশ্বাস লড়াই সুপার ওভারে গড়ায় ম্যাচ। দুবাইয়ে শিশির ভেজা মাঠে সুপার ওভারে বুমরাহ থেকে গেল দিশাহিন। ফুলটস বল দিয়ে বিরাট জয়ের হাসি হাসালো কোহলিকে।

শেষ বলে জিততে প্রয়োজন ছিল ১রান। হার্দিক ছাড়া প্রত্যককে দিয়ে কোহলিকে ঘিরে ধরলেও ছন্দ হারানো বুমরাহ-র ফুলটস বলে চার মারতে অসুবিধা হয়নি কোহলির। সুপার ওভারে ম্যাচ জিতল আরসিবি। কাজে এল না ঈশান কিশানের ৫৮বলে দুরন্ত ৯৯ রান! কাইরন পোলার্ড ও ঈশান কিশানের ব্যাটিং ঝড়ে শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯রান। ১,১,৬,৬,W,৪ ম্যাচ ড্র। সুপার ওভারে ব্যাট করতে নামেন পোলার্ড এবং হার্দিক। নভদীপ সাইনির আঁটসাঁট বোলিং আরসিবির সামনে ৬বলে মাত্র ৮রানের টার্গেট রাখে মুম্বই। সুপার ওভারে বুমরার হাতে বল তুলে দেয় রোহিত। ছন্দে থাকলে বুমরাহ দুর্ভোগ থাকে প্রতিপক্ষের। কিন্তু বুম বুম বুমরাহ তাঁর পুরনো আগুনে মেজাজে আইপিএলে এখনও পর্যন্ত দেখা যায়নি। বদলে অনেকটাই ছন্দহীন।

আরও পড়ুন

 RR vs KXIP: আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির গড়ল রাজস্থান

এবি ডিভিলিয়ার্স ও কোহলির কাছে ৮রান তুলতে শেষ বল অবধি লড়াই চালিয়ে যেতে হল। রাতের রোমহর্ষক ম্যাচে শেষ হাসি বিরাটের। এদিন নির্দিষ্ট কুড়ি ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তোলে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই মাঝে রোহিত, ডিকক, যাদব, পান্ডিয়ার উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তারপর ঈশান কিশান ও কায়রন পোলার্ড ম্যাচকে পুনরায় নিজেদের দখলে আনার চেষ্টা করে। ৫৮ বলে ঈশান কিশান ৯৯ রান করে আউট হয়। শেষ বলে জিততে মুম্বইয়ের প্রয়োজন ছিল ৫রান। চার মেরে ম্যাচ সুপার ওভারে পাঠিয়ে দেয় পোলার্ড। আইপিএলের দ্বিতীয় সুপার ওভার নির্বিষ বুমরাহ’র বোলিংয়ের কারণে কোহলির কাছ হারতে হল রোহিতকে। ৪ওভার হাত ঘুরিয়ে ৪২ রান দিয়েছে। উইকেটের স্পর্শ পাননি বুমরাহ। তারপরও সুপার ওভারে বুমরাহকে বল দেওয়া হল কেন? ব্যাট করতেও রোহিত নিজেকে সরিয়ে হার্দিককে পাঠালেও বল খুঁজে পাচ্ছিলেন না হার্দিক। রোহিত শেষ বলে নামলেও থেকে যান ননস্টাইকার এনডে। ম্যাচটাও হারতে দেখলেন তিনি-ই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *