উলুবেড়িয়ায় বিয়ের ১ বছরের মধ্যেই গৃহবধূকে খুনের অভিযোগ

রাজন্যা নিউজ ব্যুরো

উলুবেড়িয়া থানার গদাইপুর পশ্চিম পাড়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত গৃহবধূর নাম আশিকা খাতুন। বয়স ২০। ঘটনাটি ঘটেছে বুধবার। মৃতের পরিবারের পক্ষ থেকে গৃহবধূর স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ করেছে।

এক বছরও হয়নি বিয়ে হয়েছে খড়িয়া ময়নাপুরের বাসিন্দা শেখ ইজাজুলের সঙ্গে আশিকার। পেশায় টোটো চালক ইজাজুল বিয়ের সময় কিছু নেয়নি। তবে পরে সোনার গহনা, খাট বিছানাপত্র সব নেন ওঁরা। এরপরেও মেয়েকে চাপ দিয়ে টাকা আনতে বলা হতো। কদিন আগেও মারধোর করেছিল। বুধবার ফোন করে বলা হয় আশিকা আত্মহত্যা করেছে।

মৃতের বাবার অভিযোগ মেয়ের শশুরবাড়ির দিকে। তিনি জানান, ‘ওরা আমার মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে। আমাদের ফোন করলে এসে দেখি দরজা বন্ধ করা। দরজার ফাঁক গলে দেখা যায় মেয়ে ঝুলছে। দড়ি খুলে নামিয়ে আনলেও বাঁচানো যায়নি। মেয়েকে ওঁরা মেরেছে। ওঁদের চরম সাজা হোক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *