বাগনানের সামতাবেড় গ্রামে শরৎচন্দ্রের বাড়ি টানা দু’দিন জলমগ্ন, পরিদর্শনে বিধায়ক

কল্যাণ অধিকারী

ইয়াসের প্রভাব ও পুর্ণিমার ভরা কোটালের জেরে রূপনারায়ণের জল বাঁধ টপকে পৌঁছে যায় দেউলটি সামতাবেড় গ্রামের কথাশিল্পীর বাড়িতে। আশপাশের এলাকাও প্ল্যাবিত হয়েছে। এরপরেই বৃহস্পতিবার কথাশিল্পীর বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শনে আসেন বিধায়ক সুকান্ত পাল।

রূপনারায়ণের জল ঢুকে পরে বাগনান-২ ব্লকের দেউলটি সামতাবেড়ে কথাশিল্পী শরৎচন্দ্রের বাসস্থান সহ গোটা এলাকায়। টানা দু’দিন জলমগ্ন দোতলা বাড়ির কোন ক্ষয়ক্ষতি হয়েছে কি-না খতিয়ে দেখতে আসেন আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল। বৃহস্পতিবারও বাড়ির উঠোনে হাঁটু সমান জল দাঁড়িয়ে আছে। গোটা বাড়ি পরিদর্শন করেন। তিনি জানান ‘জল নেমে গেলে যে অংশের ক্ষতি হয়েছে প্রশাসনিক ভাবে সারাইয়ের ব্যবস্থা করা হবে’।

কথাশিল্পীর বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি জানান, প্রানিত্রাসের এই গ্রামের বাড়িতেই জীবনের বহু কালজয়ী উপন্যাস, গল্প রচনা করেছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৭৮ সালের বন্যার পরে এতটা জল দেখা যায়নি এই এলাকায়। বুধবার ও বৃহস্পতিবার টানা দু’দিন জল র‍য়ে গিয়েছে বাড়ির উঠোনে। বহু ফুলের গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা। জল নামলে বিধায়ক আবার আসবেন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *